পরিবেশের উপর কৃষিজ রাসায়নিকের প্রভাব আলোচনা কর।
পরিবেশের উপর কৃষিজ রাসায়নিকের প্রভাব আলোচনা
কৃষি রাসায়নিক :-
কৃষিক্ষেত্রে যেসব রাসায়নিক ব্যবহার করা হয়, যেমন – সার বা ফার্টিলাইজার (Fertilizers), পেস্টিসাইড বা পেস্টনাশক (Pesticide), আগাছানাশক (Weedicides) তাদের কৃষিরাসায়নিক বা অ্যাগ্রোকেমিক্যালস বলে। এইসব বস্তু যেমন মাটির দূষণ ঘটায় তেমন জলেরও দূষণ ঘটায়। প্রবল বর্ষার ফলে কৃষিক্ষেত্রের দূষিত পদার্থ মিশ্রিত জল নালার মাধ্যমে পুকুর ও নদীতে এসে মেশে এবং জলদূষণ ঘটায়।
(ক) পেস্টিসাইড (Pesticide) :-
বিভিন্ন রকমের পেস্টনাশক ও পতঙ্গনাশক, যেমন – DDT, BHC, এনড্রিন, অলড্রিন, ম্যালাথিয়ন, প্যারাথিয়ান, কার্বোমেট ইত্যাদি। এইসব রাসায়নিক মাটি ও জলের দূষণ ঘটায়।
(খ) ফার্টিলাইজার (Fertilizer) :-
কৃষিক্ষেত্রে যেসব সার ব্যবহার করা হয় সেগুলি হল ইউরিয়া, অ্যামোনিয়া, গোবর সার, মিশ্র সার, সবুজ সার ইত্যাদি। এইসব সারের মধ্যে রাসায়নিক সার মাটি ও জলের দূষণ ঘটায়।
(গ) আগাছানাশক (Weedicides) :-
কৃষিক্ষেত্রে আগাছা দমনের জন্য বিভিন্ন রকমের আগাছানাশক ব্যবহার করা হয়। যেমন – 2, 4-D; 2, 4, 5-T ইত্যাদি।
উল্লিখিত কৃষিজ রাসায়নিকগুলি বেশিরভাগ অভঙ্গুর (Non-degradable) হওয়ায় মাটিতে মেশে না, উপরন্তু মাটির দূষণ ঘটায়। ফলে মাটিতে বসবাসকারী জীবের পক্ষে ক্ষতিকর হয়। এমনকি তাদের মৃত্যু পর্যন্ত ঘটে। ফলে মাটির বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়।
কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার, পেস্টনাশক, আগাছানাশকগুলি বর্ষার জলে প্লাবিত হয়ে কৃষিক্ষেত্র থেকে জলাশয়ে গিয়ে জমা হয় এবং জলজ প্রাণীদের মৃত্যুর কারণ ঘটায়।